প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ২১:০৫
বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লালের শোক দিবস পালন
![বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লালের শোক দিবস পালন](/assets/news_photos/2021/08/15/image-3672-1629040167bdjournal.jpg)
|আরো খবর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি,চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৬ সাল হতে শুরু করে প্রতিবছরের ন্যায় এবছরও বাগাদী চৌরাস্তায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এদিন সকালে
প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলি অর্পণ করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, বাগাদী ইউনিয়নের মুক্তিযুদ্বা কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পশ্চিম সকদী মাদানিয়া আলিম সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জাকির হোসেন হিরু, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিজি, সহ-সভাপতি আঃ বারেক গাজী, শফিকুল ইসলাম , যুগ্ন - সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুব ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ উল্যাহ গাজী,জেলা ছাএলীগের সাবেক উপ সম্পাদক বাহাউদ্দীন খান রবিন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান , ইউপি সদস্য মনির গাজী,মাফুজা বেগম, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ টুটুল মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মানিক, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ মমিন গাজী, দেলোয়ার হোসেন পাটওয়ারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন ছাএলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান বিন হিরুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করা হয়।
এছাড়া ৫টি এতিমখানায়, সি এনজি স্কুটার চালক,রিকশা চালক ও অটোরিকশা চালকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। উল্লেখ্য, বেলায়েত হোসেন গাজী বিল্লাল ১৯৯৬ সাল হতে নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকেন।