প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫
শ্রীনগর ঢাকা-দোহার সড়কের পাশে দোকানে চুরি
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা- দোহার সড়কের রাঢিখাল ইউনিয়নের দামলা প্রাইমারি স্কুলের উত্তর পাশে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ১০ ফেব্রুয়ারী রাতের মাঝামঝি সময় ২টি মুদি দোকান,একটি চায়ের দোকান ও একটি মোবাইল ফোনের দোকানে এ চুরি হয়। এতে প্রায় ২লক্ষ টাকার মালা মাল চুরি হয়। দোকানগুলো হচ্ছে মক্কা-মদিনা স্টোর,মদিনা স্টোর, মারিয়াম স্টোর,ভুইয়া মেডিকেল সংলগ্ন,দেওয়ান জান্নাত স্টোর।
|আরো খবর
এ বিষয়ে মক্কা-মদিনা ষ্টোর এর স্বত্বাধিকারী মোঃ কুরবান মিয়া জানান, আমি প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে আসি,খুলে দেখি আমার দোকান এলোমেলো অবস্থায়।বেড়ার টিন কাটা অবস্থায় দেখতে পাই,দোকানের ভিতর প্রবেশ করে দেখি মুদি মালামালসহ ক্যাশের জমানো টাকা চুরি হয়ে গেছে।
এ বিষয়ে শ্রীনগর থানার এস আই কাইফ জানান,বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।