প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৩:৩৫
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৫৬তম বোর্ড সভা
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ৫৬তম মাসিক বোর্ড সভা বুধবার ২৮ জুলাই সকালে ভিডিও কনফারেন্স -এর মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপত্বি মোঃ তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেনারেল ম্যানাজার কেফায়েত উল্লাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ ইদ্রিস আলী মিয়া, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেন, সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) শুকুমার চৌধুরী, শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম (অর্থ) মোহাম্মদ সামছু উদ্দীন, এজিএম (প্রশাসন) মোঃ আসাদুল আজম, মুহাম্মদ মুজিবুর রহমান (ওএন্ডএম), সাচার সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) দেবব্রত ভৌমিক ।
|আরো খবর
পরিচালকদের মধ্যথেকে বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালনা বোর্ডের সহ-সভাপতি নাছরিন সুলতানা, সচিব মোঃ মাহবুব আলম, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, পরিচালক গুরুপদ দে, মোঃ কামাল হোসেন, খোদেজা আক্তার এবং আয়শা সিদ্দিকা। সভায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণসহ বিদ্যুৎ সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।