বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০৯:৫১

শ্রীনগরে জমে উঠেছে ঈদের বাজার কেনাকাটা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে জমে উঠেছে ঈদের বাজার কেনাকাটা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

আর মাত্র আট দিন পরই পবিত্র ঈদুল ফিতরঅনুষ্ঠিত হবে। তৈরি পোশাকের দাম বেশি হলেও উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তনিম্নবিত্তরাকেহই ঘরে বসে নেই যার যতটুকু সাধ্য আছে তার মধ্যেই সন্তানদের পোশাক ক্রয় মহাব্যস্ত। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বেশিরভাগ পুরুষই প্রবাস জীবন যাপন করেন তাই সন্তানদের চাহিদা মিটাতে মূল ভূমিকা পালন করেন তাদেরস্ত্রীরা।তাইতো হাট বাজার মার্কেট সর্বক্ষেত্রেই নারীদের পদচারনা।শ্রীনগর এম রহমান মার্কেটেতানজিল নামক এক ক্রেতা এ প্রতিনিধিকে জানান তার সন্তানের জন্য ১০ হাজার টাকা দিয়ে শপিং করেছন,যা নিয়ন্ত্রণ এর মধ্যেই বলে তিনি মনে করেন।

শ্রী নগরজমজম মার্কেটে কথা হয় শিউলীনামক তিনি জানান তাঁর দুই সন্তানের জন্য ঈদের পোশাক কিনেছেন ৮হাজার টাকায় যা তার সাধ্যের মধ্যেই বলে তিনি মনে করেন। ভাগ্যকুল আলম প্লাজা শপিং করলেন মাহফুজা বেগম নামে একজন তিনি জানান তার সন্তানের জন্য ছয় হাজার টাকা দিয়ে পোশাক কিনেছেন এতেই তারা মহা খুশি। ভাগ্যকুল আলম প্লাজার আল-মদিনা স্টোরের স্বত্বাধিকারী নিজাম খান জানানগত দু'বছর করোনার কারণে বেচাকেনা না থাকলেও এবছর তুলনামূলক ভালো। শ্রীনগর চকবাজার ফুটপাতের একজন বিক্রেতা জানান এবার বিক্রয় ভালো। ফুটপাতে ক্রেতা মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক জানান অল্প পয়সায় সন্তানদের জন্য ভালোপোশাক কিনতে পেরেছি আনন্দিত। বাঘরা বাজার মৌসুমী স্টোরে স্বত্বাধিকারী আব্দুল মালেক এ প্রতিনিধিকে জানানতার দোকানে কম দামে ভালো পোশাক পাওয়া যায়। এই কথার সত্যতা পাওয়াগেলএকজন মহিলা মাত্র ৫শত টাকায় থ্রি পিস কিনে নিলেন। এছাড়াও রয়েছে কসমেটিক ও জুতার দোকানে ভিড়।আল আমিন বাজার ভাই ভাই কসমেটিক দোকানের স্বত্বাধিকারী জাকির হোসেন জানান গতবারের তুলনায় এবার বেচাকেনা খুবই ভালো। জুতার দোকানদার আলী আক্কাস জানান বেচাকিনা ভালো। জমে উঠেছেসেমাই চিনির বাজার আত্মীয়-স্বজনদের আমন্ত্রণেকিনে নিচ্ছেন ক্রেতা। ঈদ উপলক্ষে মুরগির বাজারে চড়া কেজিতে ১০ টাকা করে বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। দুদিন পূর্বে আবহাওয়া প্রতিকূলে থাকলেও বর্তমানে অনুকূল তাই ব্যবসায়ীক্রেতা-বিক্রেতা উপর সন্তুষ্ট। এবার সকলে আনন্দ উল্লাস নিয়ে ঈদ করতে পারবেন বলে সকলে আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়