শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ২৩:৫৯

ফরিদগঞ্জের রূপসায় অগ্নীকাণ্ডে ২ টি বসত ঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জের রূপসায় অগ্নীকাণ্ডে ২ টি বসত ঘর পুড়ে ছাই
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জের রূপসায় ভয়াবহ অগ্নীকান্ডে ২টি বসত ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী সোমবার রাত ০৮ টায় উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম আবদুল করিম মেম্বার বাড়িতে।

ক্ষতিগ্রস্ত পরিবার বাড়িতে না থাকায় পাশের ঘরের লোক জন ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে পানি ছিটিয়ে দেড় ঘন্টা আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে শরাফত আলির এর ২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সাকেট আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

বাড়ির লোকজন জানান, রাত ৮ টা সময় হঠাৎ দেখি ঘরের ভিতরে আগুন দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আমরা বাড়ি ও এলাকার লোক জন বাহিরে এসে চিৎকার দেই তারপর আশপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

তাজুই ইসলামে ভাই সাহাবউদ্দিন জানান, তিল তিল করে বহুকষ্টে সংসার গুঁছিয়েছি আমার ভাই। আমি কোন জিনিস বের করতে পারিনি ঘর থেকে। আগুন আমার ভাইয়ে শেষ সম্বলটি কেঁড়ে নিলো।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল জানান, ঘবে থাকা আসবাব জিনিপত্রসহ প্রায় ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয় এই পরিবার।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়