শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ২৩:৫৯

ফরিদগঞ্জের রূপসায় অগ্নীকাণ্ডে ২ টি বসত ঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জের রূপসায় অগ্নীকাণ্ডে ২ টি বসত ঘর পুড়ে ছাই
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জের রূপসায় ভয়াবহ অগ্নীকান্ডে ২টি বসত ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী সোমবার রাত ০৮ টায় উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম আবদুল করিম মেম্বার বাড়িতে।

ক্ষতিগ্রস্ত পরিবার বাড়িতে না থাকায় পাশের ঘরের লোক জন ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে পানি ছিটিয়ে দেড় ঘন্টা আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে শরাফত আলির এর ২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সাকেট আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

বাড়ির লোকজন জানান, রাত ৮ টা সময় হঠাৎ দেখি ঘরের ভিতরে আগুন দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আমরা বাড়ি ও এলাকার লোক জন বাহিরে এসে চিৎকার দেই তারপর আশপাশের লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

তাজুই ইসলামে ভাই সাহাবউদ্দিন জানান, তিল তিল করে বহুকষ্টে সংসার গুঁছিয়েছি আমার ভাই। আমি কোন জিনিস বের করতে পারিনি ঘর থেকে। আগুন আমার ভাইয়ে শেষ সম্বলটি কেঁড়ে নিলো।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল জানান, ঘবে থাকা আসবাব জিনিপত্রসহ প্রায় ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয় এই পরিবার।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়