শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ২০:৩৪

জগন্নাথ দেবের রথযাত্রা

স্টাফ রিপোর্টার
জগন্নাথ দেবের রথযাত্রা

আজ ১২ জুলাই সোমবার অনুষ্টিত হবে সনাতন ধর্মাবল্মীদের অন্যতম ধর্মীয় অনুষ্টান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্টান। তাদের ধর্মীয় বিশ্বাস মতে, এদিন ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব, কর্মব্যাস্ত ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য নিজেই ভ্রাতা বলরাম ও ভগ্নি শুভদ্রাকে সাথে নিয়ে সুসজ্জিত রথে চড়ে রাস্তায় বের হন। আর ভক্তহৃদয়, পাপী তাপীসহ সকল মানুষ তাকে দর্শন করে পাপ মুক্ত হন। তারা জয় জগন্নাথদেবের নামে ধ্বনী দিয়ে পরিবেশের পাপ মুক্ত করেন এবং রথে থাকা শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রাকে ভক্তি সহকারে দর্শন করেন ও পূজা অর্চনার মধ্যে দিয়ে তাদের সুখ শান্তি কামনা করেন। পরম দয়ালু শ্রী জগন্নাথদেব তাদের পাপ মোচনসহ তাদের সুখ শান্তি লাভে আশীবার্দ প্রদান করেন। তবে এবছর কোভিড (১৯) বৈশ্বিক মহামারী করোনা সংক্রান্ত ভয়াভয় পরিস্থিতির কারনে কঠোর লকডাউন চলমান থাকায়, শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা আরোহিত সুসজ্জিত রথ রাস্তায় নামবে না বলে জানা যায়।

এ বছর করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি ব্যাহত হওয়ার আশংকায় ধর্মীয় রিতীনীতি বজায় রেখে সীমিত আকারে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালনের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

নেতৃবৃন্দ বলেন, দেশের করোনা পরিস্থিতির কারনে এ বছর রাস্তায় বের হবে না শ্রী শ্রী জগন্নাথদবের রথযাত্রা। তবে স্ব - স্ব মন্দির বা ধর্মীয় প্রতিষ্টানে খুব সীমিত আকারে এই উৎসব অনুষ্টিত হবে এবং স্বাস্থ্যবিধি যাতে ব্যাহত না হয় সে দিকে সকলকে নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তারা বলেন, সকল স্থানের ন্যায় চাঁদপুর জেলায়ও ব্যাপক আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্টিত হয়। বিশেষ করে কচুয়া উপজেলার সাচারের রথযাত্রা বাংলাদেশের মধ্যে ব্যাপক পরিচিত। সাচারে অনুষ্টিত রথযাত্রা অনুষ্টানে শুধু চাঁদপুর জেলার মানুষই অংশ গ্রহন করেন না। এস্থানের রথ দর্শনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। এছাড়া জেলা শহর ব্যাতীত হাজীগন্জ, মতলব, শাহারাস্তি, ফরিদগন্জ ও হাইমচরে ব্যাপক আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত হয়। আমরা এসকলস্থানের আয়োজকদেরকে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এবং জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ করেছি, যাতে রথযাত্রার আয়োজন মন্দির অঙ্গনেই সীমাবদ্ধ রাখা হয়।

তবে চাঁদপুর শহরের প্রানকেন্দ্রে অনুষ্টিত শ্রী শ্রী গোপালজিউড় আখড়া কমিটির রথযাত্রা উদযাপনে তেমন অায়োজন চোঁখে না পড়লেও মহাসাড়ম্বরে ব্যাপক আয়োজনে রথযাত্রা উদযাপনে প্রায় অর্ধমাস আগথেকেই মাঠে নেমেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন), পুরানবাজার ঘোষপাড়া ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির, পুরানবাজার হরিসভা রোড। এই দুই মন্দিরের আয়োজকরা রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারনাসহ আয়োজন করেছেন আরতি কীর্তন, ভজন কীর্তন, ভাগবত পাঠ, মহাপ্রসাদ বিতরন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞসহ ব্যাপক ধর্মীয় অনুষ্টান। তবে তাদের এসকল আয়োজনে রদবদল হবে কিনা তা জানা যায়নি।

শহরের এই দুই মন্দির ছাড়া শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া, গুয়াখোলা কুণ্ডেরবাড়ি শ্রী শ্রী দুর্গামন্দির, শ্রী শ্রী কালীমন্দির, পুরাণবাজার হরিসভা শ্রী শ্রী মদনমোহন মন্দির, পুরানবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অাশ্রমসহ সনাতন ধর্মাবল্মীদের বিভিন্ন বাসাবাড়িতেও শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বিশেষ ভোগরাগের আয়োজন করা হবে বলে জানা যায়। স্বাস্থ্যবিধি মেনে শহরের পুরাণবাজার হরিসভা মন্দির, গোপাল জিউড় আখড়া ও নতুনবাজার ঘোষপাড়ায় জেলা শারদা অন্জলী ফোরামের আয়োজনে ছোট্র পরিষরে টানা হবে শ্রী শ্রী জগন্নাথদেবের সুসজ্জিত রথ। পুরানবাজারের নবনির্মিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের সভাপতি রোটারিয়ান রিপন সাহা ও সাধারনসম্পাদক সহদেব বর্মন জানান, আমরা বৈশ্বিক করোনার কারনে এখনো আনুষ্টানিকভাবে মন্দির উদ্বোধন করতে না পারলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিদিন এখানে শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর নিত্য সেবা পূজা অনুষ্টিত হচ্ছে। প্রতিদিনই মন্দিরে ভক্তবৃন্দ আসছেন। আমরা গত কিছুদিন আগে স্বাস্থবিধি মেনে চিড়া দধি মহোৎসবসহ স্নান যাত্রার আয়োজন করেছি। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে আগামীকাল মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের সন্ত্যেষ্টি কামনায় ভোগরাগসহ মহাপ্রসাদ বিতরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে, মন্দিরের ভক্তবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে সাধ্যমত প্রসাদ পৌছে দিতে চেষ্টা করবে। তারা মন্দির নির্মানে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশসহ সকল দাতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে চাঁদপুরে ব্যাপক আয়োজনে শ্রী শ্রী গোপাল জিউড় অfখড়া, শ্রী শ্রী গোবিন্দ মন্দির (ইসকন) ও পুরানবাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সুসজ্জিত রথ শহরের রাস্তায় বের করা হলেও বৈশ্বিক মহামারি করোনার কারনে গত বছর স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে তা বন্ধ রাখা হয়েছিল। এবছরও একই কারনে তা বন্ধ রাখা হয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়