রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৯:৪১

কচুয়ায় দ্বিতীয় ধাপে প্রান্তিক পর্যায়ে প্রায় ২৭ হাজার জনকে করোনার ভ্যাকসিন প্রদান

মেহেদী হাসান
কচুয়ায় দ্বিতীয় ধাপে প্রান্তিক পর্যায়ে প্রায় ২৭ হাজার জনকে করোনার ভ্যাকসিন প্রদান

কচুয়ায় দ্বিতীয় ধাপে প্রান্তিক পর্যায়ে ৩৫টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি কমিউনিটি ক্লিনিকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বাকী ২টি ইউনিয়নে একই প্রক্রিয়ায় আজ রোববার ভ্যাকসিন (সিনোফার্ম) প্রদান করা হবে। শনি ও রোববার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় ২৭ হাজার জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়।

গতকাল শনিবার সরজমিনে প্রতিটি কেন্দ্রে সকাল থেকে টিকা গ্রহণের ইচ্ছুক জনতার উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন্দ্রেগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। টিকা গ্রহণকারীরা শারীরিক দূরত্ব ও মাস্ক না পরেই টিকা গ্রহণের জন্য লাইনে দাঁড়াতে দেখা গেছে।

কচুয়ায় এ পর্যন্ত প্রায় ১ লাখ ২৭ হাজার ১শ’ ৫৭ জন করোনার ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করেছেন। তার মধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯৫ হাজার ৮শ’ ৮৪জন, দ্বিতীয় ডোজ ৪৮ হাজার ৪শ’ ৩৫জন।

এ সময় টিকা গ্রহণকারী ষাটোর্ধ্ব আঃ রশিদ ও কলিমউল্লাহ বলেন, আমরা গ্রামের মানুষক। আমাদেরকে গ্রামে গ্রামে টিকা দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়