শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২২:৫৩

চাঁদপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচন-২০২১

প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রার্থীরা

মিজানুর রহমান
প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রার্থীরা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার ২৭ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ ওয়ার্ডে ২৮৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৭৩ জন প্রার্থীর মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে।

এই নির্বাচনে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি। দলগতভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষ স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সাথে রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। বাগাদীতে একজন মাত্র চেয়ারম্যান প্রার্থী দিয়েছে জাকের পার্টি।

বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী না থাকলেও একাধিক ইউনিয়নে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ক’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের কার্যালয় থেকে রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। আশিকাটি, মৈশাদী ও বাগাদী এই তিন ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। শাহমাহমুদপুর ও রামপুর এ দুই ইউনিয়নের প্রতীক বিতরণ করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন। বিষ্ণুপুর, বালিয়া ও তরপুরচণ্ডী ইউনিয়নের প্রার্থীদের মাঝে সদর উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান এবং হানারচর ও চান্দ্রা ইউনিয়নের প্রার্থীদের মাঝে জেলা নির্বাচন কার্যালয়ে কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বক্কর সিদ্দিক নির্বাচনী প্রতীক বিতরণ করেন।

চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীক পেলেন যারা : বিষ্ণুপুর ইউনিয়ন : চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন, বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম (নৌকা), অজিউল্লাহ সরকার (হাতপাখা) ও খোরশেদ আলম (আনারস)।

আশিকাটি ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী ৩ জন। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী(নৌকা), মাসুদ গাজী (হাতপাখা) ও দেলোয়ার হোসেন খান (চশমা)।

শাহমাহমুদপুর ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী ৬ জনের মধ্য ১ জনেরটা বাতিল, প্রত্যাহার ১ জন। এখন প্রার্থী আছেন ৪ জন। বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ (টেলিফোন), মাসুদুর রহমান নান্টু (নৌকা), মোঃ শাহ জামাল গাজী (হাতপাখা) ও মোঃ রফিকুল ইসলাম (আনারস)।

রামপুর ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৪ জন প্রত্যাহার করে নেয়ায় বর্তমান চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মৈশাদী ইউনিয়ন : এই ইউনিয়নে প্রার্থী ৩ জন। মোঃ নুরুল ইসলাম (নৌকা), আজহারুল ইসলাম (হাতপাখা) ও আবু জাফর মোহাম্মদ ছালেহ অলী পাটওয়ারী (আনারস)।

তরপুরচণ্ডী ইউনিয়ন : এ ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্য ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী (নৌক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বাগাদী ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল(নৌকা), নেয়ামত উল্লাহ(হাতপাখা), মোঃ মুনছুর বেপারী(গোলাপফুল), মোঃ বরকত উল্লাহ খান (চশমা) ও মোঃ মানিক মিয়া (আনারস)।

বালিয়া ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী থাকলেও তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম দলীয় প্রার্থী নৌকাকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এজন্যে তিনি প্রতীক গ্রহণ করেননি। ৬ জন প্রার্থীর মধ্য মোঃ রফিকুল্যা পাটওয়ারী (নৌকা), মোঃ নুরুদ্দিন খান (হাতপাখা), সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান (টেলিফোন), মোঃ কামরুল হাসান খান (মোটরসাইকেল), মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন তপাদার (আনারস) ও গাজী মোহাম্মদ মাসুদ রায়হান (চশমা)।

চান্দ্রা ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। তারা হলেন : বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী (নৌকা), মোঃ মজিবুর রহমান মিয়াজী (হাতপাখা), আব্দুর রহমান বেপারী (আনারস) ও মুকবুল হোসেন (ঘোড়া)।

হানারচর ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী ৩ জন। মোঃ মুকবুল হোসেন মিয়াজী (নৌকা), মোজাম্মেল হোসেন টিটু গাজী (আনারস), আনারস, মোঃ মনির হোসেন (হাতপাখা)।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়