প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০৪
২৭ অক্টোবর বুধবার চাঁদপুর রোটারী ভবনে মেগা বিতর্ক প্রতিযোগিতা
চাঁদপুরের কৃতী সন্তান মো আশরাফ উদ্দিন শাহানের উদ্যোগে চাঁদপুরে আজ শুরু হয়ে গেলো এক মেগা বিতর্ক প্রতিযোগিতা ফার্স্ট কালচারাল ক্লাসিসিস্ট ডিবেট ফেস-অপ চাঁদপুর, ২০২১ কালচারাল ক্লাসিসিস্টস হলো বাংলাদেশের তরুণদের কর্তৃক পরিচালিত অন্যতম একটি আন্তর্জাতিক অর্গানাইজেশন, যা প্রতিনিয়ত বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষামূলক, সমাজসেবামূলক, ইত্যাদি। তরুণদের উন্নয়ন, দক্ষতা অর্জন ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা গ্রহণে সহায়তা করে। কালচারাল ক্লাসিসিস্টের ফাউন্ডার জাহিদুল ইসলাম সৈকতের নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশের অর্ধেকের ও বেশি জেলায় ও বাংলাদেশের বাহিরেও কিছু দেশের টিম বা ক্যাসেল তৈরি করেছেন। ঠিক তেমনি আমাদের চাঁদপুর জেলায় ৭০ জনের একটি বিশাল টিম রয়েছে। তারা ইতিমধ্যে অনলাইনে বেশ ক’টি সাড়া জাগানো ইভেন্ট শেষ করে এখন অফলাইন প্রোগ্রামের দিকে অগ্রসর হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর টিমের প্রজেক্ট ম্যানেজার খাদিজা তুল কোবরা রাফা এবং ডিস্ট্রিক্ট হেড আশরাফ উদ্দিন শাহানের নেতৃত্বে চাঁদপুর টিম উক্ত মেগা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আজ ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। উক্ত প্রতিযোগিতা চাঁদপুরের স্কুল এবং কলেজ উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে।
|আরো খবর
দীর্ঘ লকডাউনের কারণে চাঁদপুরের বিতার্কিকরা অনেকদিন কোনো বড় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায় নি, তাই তাদের ভিতরের এই প্রতিভাকে আবার জাগ্রত করে তুলতে তাদের এই উদ্যোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে একই সাথে অন্যরাও আগ্রহী হয়ে উঠবে। ২৭ এবং ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চাঁদপুর রোটরী ক্লাবে। সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর সকাল ৯টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলার সুযোগ্য মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন (চাঁদপুর সার্কেল), সানজিদা শাহনাজ (উপজেলা নির্বাহী কর্মকর্তা), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ডিবেটে সভাপতিত্ব করবেন সিকেডিএফ সভাপতি কাজী শাহাদাত এবং বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ভিভিয়ান ঘোষ, মিঠুন চন্দ্র ত্রিপুরা, মুসফিকা ইসলাম, মোঃ রোবেল হোসেন ও ইমরান হোসেন ফাহিম। কালচারাল ক্লাসিসিস্টে চাঁদপুর টিমের অফলাইন যাত্রা শুরু হলো এই প্রতিযোগিতার মাধ্যমে, ভবিষ্যতে কালচারাল ক্লাসিসিস্ট আরো দুর্দান্ত কিছু নিয়ে আসবে আমাদের প্রিয় শহর চাঁদপুরে তারা সবার শুভকামনা করছে এবং আশা রাখছে ভবিষ্যতের কাজগুলোয় চাঁদপুরের সকলকে পাশে পাবে।