শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ২০:০০

কচুয়ার রহিমানগরে ইনসাফ মেডিকেল সেন্টারের উদ্বোধন

মেহেদী হাসান
কচুয়ার রহিমানগরে ইনসাফ মেডিকেল সেন্টারের উদ্বোধন

কচুয়া উপজেলার রহিমানগর উত্তর বাজারে মাষ্টার প্লাজার দ্বিতীয় তলায় ইনসাফ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এ মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।

ইনসাফ মেডিকেল সেন্টারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা আলমগীর শাহ আল ক্বাদেরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহপুর দরবার শরীফের পীর শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল ক্বাদেরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, অধ্যাপক সেলিম মিয়া, কচুয়া উপজেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, আহালে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সভাপতি মৌলভী আঃ হক শাহজী, যুগ্ম সম্পাদক আঃ হক মাষ্টার, মেডিকেল সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক কবির হোসেন।

আরো বক্তব্য রাখেন গোহট উত্তর ইউনিয়ন আহালে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি দুলাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী শাহজাহান, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক, নুরপুর কারিগরি দাখিল মাদ্রাসার সহ সুপার মনির হোসেন, হাফেজ মফিজুল ইসলাম আল ক্বাদেরী, আইনগীরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দীন মীর ও সমাজ সেবক নজরুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া আল ক্বাদেরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়