শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১৮:৪৭

জেলার সকল বিটে একযোগে পুলিশের সম্প্রীতির সমাবেশ

অনলাইন ডেস্ক
জেলার সকল বিটে একযোগে পুলিশের সম্প্রীতির সমাবেশ

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলার সকল থানা এলাকার ১১৪ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” এর আয়োজন করা হয়।

২১ অক্টোবর বৃহস্পতিবার একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর পৌরসভা পুরান বাজার ১৫ নং বিটে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার যোগদান করেন। চাঁদপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্ব-স্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও চাঁদপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এবং পুলিশ সুপারকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ মহিউদ্দীন (সদর সার্কেল), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীসহ সকল ধর্মের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের মোবাইল নাম্বার (০১৩২০-১১৬৮৯৮)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়