প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৬:২৯
হাইমচরে ব্যাটারী চালিত অটো ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৩
অল্পের জন্য বেঁচে গেল তিনটি প্রান
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মজমপুর গ্রামের ঠাহর দার বাড়ি মোড়ে আজ সকাল ১১টা ঘটেছে মারাত্মক দূর্ঘটনা। ব্যাটারী চালিত অটোবাইক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটে দূর্ঘটনাটি।
|আরো খবর
সিএনজির ড্রাইভার মোঃ শাহজাহান মাল গাড়ি চালানো অবস্থায় মোড় ঘুরতে গিয়ে সামনে থেকে আসা ব্যাটারী চালিত অটোর মুখোমুখি হন।তৎক্ষনাৎ ঘটে দূর্ঘটনা।এতে মারাত্মকভাবে আহত হন অটো-দর যাত্রী হোসনেয়ারা (৩০) ও তার শিশু মেয়ে।সি এন জি তে থাকা সুমন মিয়া।সাথে সাথে লোকজন হোসনেয়ারা ও তার শিশু মেয়েকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।খবর শুনে চাঁদপুর কন্ঠে প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমন মিয়ার সাথে যোগাযোগ করে জানানযায় সি এন জি চালকের অসচেতনতার কারনে দূর্ঘটনাটি ঘটে।গাড়ী চালানো অবস্থায় ড্রাইভার মোঃ শাহজাহান মাল মুঠো ফোনে কল রিসিভ করে কথা বলছিলেন। তাই এ দূর্ঘটনা ঘটে।
সিএনজির ড্রাইভার মোঃ শাহজাহান মাল চাঁদপুর পুরান বাজার রয়েজ রোডে
আল্লাহর দান লেদ ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ এর মালিক।তার এই সিএনজি টিসহ আরো সিএনজি রয়েছে।এক্সিডেন্ট করা সিএনজি পিছনে মা বাবা এন্টারপ্রাইজ সহ চাঁদপুর-থ, ১১-৬০৬২ নাম্বার প্লেট দেখা গেছে।
সচেতন মহলের দাবী যতদ্রুত সম্ভব চাঁদপুর সদরের যানযট নিরসন এবং দূর্ঘটনার হাত থেকে রক্ষার্থে এই সব অবৈধ গাড়ী রাস্তায় চলাচল বন্ধ করা হোক।