শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০৮:৪২

জাতির পিতার প্রতি ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন স্থাপন

এমকে মানিক পাঠান
জাতির পিতার প্রতি ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন স্থাপন

শতবর্ষের স্বাক্ষী তুমি হে মহান। জন্ম তোমার ইতিহাস হবে। দেশ হবে মহিয়ান। তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে স্মৃতিতে ধারণের জন্য শ্বেত পাথরে লেখা ৪টি ছোট বাক্য দিয়ে ব্যতিক্রমী সাজে ফরিদগঞ্জের ১২নং চরদুখিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করে নেতার প্রতি গভীর ভালবাসার নিদর্শন স্থাপন করেছেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হাসান আবদুল হাই।

এ উপজেলায় ১৫ ইউনিয়নের মধ্যে একমাত্র উক্ত ইউনিয়নের পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের মধ্যে দিয়ে ভালোবাসার নিদর্শন স্থাপন করেই ক্ষান্ত নয় ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই। এবার তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি আরো শোভাবর্ধন করতে এর পাশেই আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দিয়ে ব্যতিক্রমী ও নান্দনিকভাবে পানির ফোয়ারা নির্মানের উদ্যোগ নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে ওই ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রত্যন্ত এলাকা চৌমুহনী বাজারে প্রায় এক বছর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করতে ইউনিয়ন পরিষদের প্রায় দুই লাখ টাকা ব্যায় হয়েছে। এটি নির্মানের পর তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি ছাড়াও জনপ্রতিনিধি দাওয়াত দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে করোনা পরিস্থিতি ব্যাপক আকারে রুপ নেয়ায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা সম্ভব হয়নি।

ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই দাবি করে বলেন, বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরাল আছে বলে আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি এ ম্যুরালের পাশেই নৌকাসহ একটি নান্দনিক পানির ফোয়ারা নির্মানের উদ্যোগ রয়েছে বলে আরো জানান, যে নেতার জন্ম না হলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না।এমন নেতার স্মৃতি ধরে না রাখতে পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়