প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৯:১১
হাজীগঞ্জে শিক্ষকের ঘরে শত্রুতার আগুন!
হাজীগঞ্জে শিক্ষকের ঘরে শত্রুতাবসত আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ঐ শিক্ষকের বসতঘরের মালামাল পুড়ে যাওয়াসহ প্রতিপক্ষের বিভিন্ন হুমকি-ধামকিতে আতঙ্কে আছেন। এ ঘটনায় ঐ শিক্ষক গত ১৪ অক্টোবর হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এতে বিবাদী করা হয়েছে ২ জনকে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দঃ সাদরা মিজি বাড়িতে।
|আরো খবর
ক্ষতিগ্রস্ত হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আঃ মালেক তার লিখিত অভিযোগে বলেন, সাদরা মিজি বাড়ির মোঃ মনির হোসেন খোকন, মনির হোসেনর স্ত্রী লাকী বেগম আইন-কানুন কিছুই মানেনা। তাদের সাথে এই শিক্ষকের সম্পত্তিগত বিরোধ রয়েছে এবং তা থেকে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তিনি তার নিজস্ব ভূমিতে কচুরি ফেনা স্তুপাকৃতি করে রাখেন শাক-সবজির (তরকারির) চারা রোপনের জন্য। এ বিষয় নিয়ে অভিযুক্তরা আঃ মালেকে গালমন্দ করে ও প্রকাশ্যে হুমকি দিয়ে বলে আমার পরিবারের সদস্যদের মারধর করবে, সম্মানহানি করবে, সম্পত্তি ভোগ দখলে বাধা সৃষ্টি করবে, গাছপালা বিনষ্ট করবে এমনকি বসতঘর পুড়িয়ে এলাকা থেকে বের করে দিবে। এ সব ঘটনার জের ধরে বিবাদীরা ঘটনার দিন কেরোসিন তেল দিয়ে আমার বসত ঘরের পূর্বপাশের রুমে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের চিৎকার শুনে অন্যরা এগিয়ে এসে আগুন নেভায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।