প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৮:৪৫
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কচুয়ায় পালিত হচ্ছে দুর্গোৎসব
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে চাঁদপুরের কচুয়ায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌর পূজামন্ডপ পরিদর্শণ করে দেখা গেছে ৪৮টি পূজা মন্ডপেই এ উৎসব পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। দুর্গাভক্তদের দেবীর আরাধনায় পূজামন্ডপগুলোতে দিনভর ভীর জমাতে দেখা গেছে।
|আরো খবর
১৩ অক্টোবর বুধবার মহা অষ্টমী দিন বিকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি উপজেলার করইশ, কড়ইয়া ও কোয়া সার্ব জনীন পূজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শণ করেন। এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ আলী খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার রসুল, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, সমবায়কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম ও উপজেলা তথ্য কর্মকর্তা মোতাহার হোসেন।