রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:১২

স্পেনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

স্পেনে নানা আয়োজনের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে পালিত হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। মাদ্রিদের অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসব বৃহস্পতিবার (২ অক্টোবর) শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসীও অংশ নিয়েছেন। এবার দুর্গাপূজা উপলক্ষে মাদ্রিদের আলতো দে আরেনাল নামক স্থানীয় একটি হলরুমে পূজামণ্ডপ তৈরি করা হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ পূজামণ্ডপ আরাধনার পাশাপাশি ছিলো মিলনমেলার ক্ষেত্রও।

ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে উলুধ্বনিতে দুর্গাপূজাকে ঘিরে ঐ এলাকা যেন পরিণত হয় উৎসবের নগরীতে। সব তিথি নির্ঘণ্ট মেনে পূজা পালন করা হয়। অন্যবারের মতো এবারও ছিলো নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান। সব বয়সের মানুষই সমানভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। এ অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বয়োজ্যেষ্ঠরা। স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসেন এ পূজাতে।

মাদ্রিদ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী উৎসবমুখর পরিবেশে প্রবাসে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পেরে খুবই উৎফুল্ল-প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ সময় মাদ্রিদে পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, উপদেষ্টা উত্তম মিত্র, মিঠু দেব, মোহন লাল মজুমদার, শ্যামল দেবনাথ, তাপস দেবনাথ, চমন দাশ, শান্তনু দাশ, শংকর রায়, শংকর পোদ্দার, উত্তম ভুইয়া, সুমন রায়, পলাশ সাহা, রাখাল দেব, রতন শীল, সুমন শীল, জয় সাহা, শ্যামল পাল, জুয়েল বৈদ্য, কার্তিক দেবনাথ, সুব্রত মল্লিক প্রমুখ। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতারাসহ রাজনৈতিক, সামাজিক, কমিউনিটির নেতারা এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়