শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২০:২৬

উনকিলা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষা-সম্প্রসারণে দ্বিতল ভবনের কাজ উদ্বোধন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
উনকিলা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষা-সম্প্রসারণে দ্বিতল ভবনের কাজ উদ্বোধন
উনকিলা মাদরাসার দ্বিতল ভবনের কাজ উদ্বোধন শেষে মোনাজাতের দৃশ্য।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) শাহরাস্তি উপজেলার উনকিলা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে দ্বিতল ভবনের কাজ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অবসরপ্রাপ্ত পরিচালক মহসিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান পাটোয়ারী, হাজী মনিরুল ইসলাম (সভাপতি উনকিলা পূর্বপাড়া জামে মসজিদ ও অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসার), প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও দ্বীন ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান লিটন ও বিশিষ্ট সমাজসেবক ডা. জাকির হোসেন। এলাকার যুবকদের মধ্যে শামীম হোসেন রিয়াদ, ওমর ফারুক তুষার, মাহমুদুল হাসান তারেক, মুশাহিদুল ইসলাম নেয়ামত, সুলতান মাহমুদ ফয়সাল, মারুফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন উনকিলা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতমখানার মুহতামিম হাফেজ মাও. আব্দুল কাদের, খতিব, উনকলা পূর্বপাড়া জামে মসজিদ । উদ্বোধনের পর দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা হেদায়েত উল্যাহ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, পাঁচথুবী আহমদিয়া ফাযিল মাদরাসা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সম্পাদক হাফেজ কবির হোসেন। মাদরাসার সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সমৃদ্ধির ব্যাপারে অনুষ্ঠানে আলোচনা করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলমের সমাপনী বক্তব্য ও মোহতামিমের

দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির আরো দুটি দোতলা বিশিষ্ট ভবন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়