প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২০
বালিথুবায় সততা সমাজসেবা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা

অসহায় মানুষদের মৌলিক চাহিদা নিশ্চিত করা, একটি ন্যায়নিষ্ঠ সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠন করা, যেখানে প্রতিটি মানুষ অন্যের পাশে দাঁড়াবে ভালোবাসা ও সততার বন্ধনে এবং অসহায়, দরিদ্র ও পথশিশুদের সহায়তা, রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মানবতার দেয়াল স্থাপনা ও পরিচালনা, শিক্ষা উপকরণ বিতরণ, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সচেতনতা প্রচার, দুর্যোগকালীন সহায়তা প্রদান সহ বিভিন্ন সামাজিক সেবা নিয়ে দাঁড়াবে, ফরিদগঞ্জে সে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সংগঠনটির নাম সততা সমাজসেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সততা সমাজসেবা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সততা সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. সোহেল। অনুষ্ঠানের সঞ্চালক শাহরিয়ার সাফি ও মাহজেরিন জান্নাতের পরিচালনায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সততার সমাজসেবা ফাউন্ডেশনের আমন্ত্রিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল মো. ফারুক হোসেন তপদার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. ওমর ফারুক, মো. জাহিদ মাস্টার ও মানবসেবা সংস্থার সভাপতি মো. সানি। এ সময় উপস্থিত ছিলেন বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাকদীর আহমেদ, হারুন মাস্টার, জিতু মাস্টার, সততা সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসিন হোসেন, সহযোগী পরিচালক মাহবুব হোসেন, সিয়াম বাসার, রাহাদ আহমেদ, মো. সাজ্জাদ, মো. তুষার, জোবায়ের হোসেন ও হৃদয় খান। অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে ছিলেন রাকির চৌধুরী ও সায়েম ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সততা সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি খান মো. সোহেল। অনুষ্ঠানশেষে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সততা সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ হতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।








