শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২২:২৯

চাঁদপুর জেলা বিএনপির জরুরি সভা

শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার।।
শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল
চাঁদপুর জেলা বিএনপির জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার উপর হামলাসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাতে জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহজালাল মিশনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. কুহিনূর রশীদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দুষ্কৃতকারীরা ওসমান হাদীকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদী গুলিবিদ্ধের ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। আমরা অবিলম্বে দুটি ঘটনার দ্রুত বিচার দাবি করছি।

উল্লেখ্য, এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করবে চাঁদপুর জেলা বিএনপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়