প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:১৪
চির্কাচাঁদপুর সপ্রাবি মাঠে অবৈধভাবে চলমান হাট উচ্ছেদ করলো প্রশাসন

ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে জোরপূর্বক হাট বসানোর অভিযোগ রয়েছে দীর্ঘকাল থেকে। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু গত দেড় যুগে কোনো সরকারই এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে দীর্ঘদিন যাবত চলে আসা এ বাজারটি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
|আরো খবর
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ১৯৪৫ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে পাশাপাশি নয়াহাট বাজার হওয়ায় ব্যবসায়ীরা স্কুল মাঠটিতে সপ্তাহে দুদিন (শুক্রবার-সোমবার) হাট বসাতো। একদিক দিয়ে বিদ্যালয়ে ক্লাস, অপরদিক দিয়ে মাঠে বাজার এ কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় সম্প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, বিদ্যালয়ের মাঠে বাজার বসার কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হওয়ার পাশাপাশি অ্যাসেম্বলি পরিচালনা ব্যাহত হচ্ছে। সরকারি স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে।








