প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩
নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে
--------লায়ন মো. হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছেন। একই সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যে দোয়া চান। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর বাজারে ও পরে আশপাশের বাড়ি বাড়ি গিয়ে এই গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি মা-বোনদের কাছে বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া কামনা করেন এবং একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোটদানের আহ্বান জানান।
|আরো খবর
১১০ বছরের বৃদ্ধা থেকে নতুন ভোটার হওয়া তরুণী সকলেই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন এবং ধানের শীষের পক্ষে তারা আছেন বলে জানান।
গণসংযোগকালে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লায়ন হারুন বলেন, এদেশের মানুষ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। ওই সময় যারা নতুন ভোটার ছিলেন তারা আজ ৩৬ বছরের যুবক-যুবতী। তাই সমাজের বিশাল একটি অংশ ভোট প্রদানের জন্যে উন্মুখ হয়ে আছে। আর সেই ভোটটি জাতীয়তাবাদের আদর্শিক দল-বিএনপির প্রতীক ধানের শীষে দিবেন। ভোটাররা তাকে এমনটিই বলেছেন। তাই আমি বলবো, নেতা-কর্মীরা আমার পেছনে নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে। কে কী বললো সেদিকে তাকিয়ে থাকলে হবে না, জাতীয়তাবাদের আদর্শের তথা বিএনপি ও ধানের শীষের বাইরে কেউ নেই, থাকার সুযোগ নেই। কারণ ব্যক্তির চেয়ে দল বড়ো, দলের চেয়ে দেশ বড়ো।
এ সময়ে তাঁর সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।








