প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৬
এনডিএফ চাঁদপুরের গভীর শোক প্রকাশ

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-এর তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের বাবা মো. আইউব আলী সরকার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) রাত ৮টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখা।
শোক বার্তা
ডা. একেএম মাহাবুবুর রহমানের বাবা মো. আইউব আলী সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সালেহ আহমদ ও সেক্রেটারী ডা. মাহিবুর রহমান সাদাত।
তাঁরা এক শোকবাণীতে বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-এর তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের বাবা মো. আইউব আলী সরকার একজন ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল নেক খেদমত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন।








