শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১০

চাঁদপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সুস্থ সুন্দর ও মানবিক সংস্কৃতি গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে

----------- জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

স্টাফ রিপোর্টার।।
সুস্থ সুন্দর ও মানবিক সংস্কৃতি গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “Every Contribution Matters—প্রতিটি অবদানই মূল্যবান” এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার শতাধিক স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রাণবন্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন। তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে মানবিক সেবা, সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা ও সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক সংগঠন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. নুরুল আমিন আকাশ। স্বাগত বক্তব্য রাখেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বদলাও ইয়ূথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর সভাপতি মাহমুদা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাফিউর রহমান এবং গীতা পাঠ করেন নিশিতা সূত্রধর। স্বেচ্ছায় সেবা কেবল মানবতার সর্বোচ্চ প্রকাশ নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের শক্তিশালী বাহক। জাতিসংঘ ঘোষিত এ দিবস আজ বিশ্বের ১০০ কোটিরও বেশি স্বেচ্ছাসেবীর মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশের তরুণ সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। উক্ত আয়োজনে চাঁদপুর ক্লিন, বিডি ক্লিন চাঁদপুর, রেড ক্রিসেন্ট, স্কাউট, সোনালী সুদিন, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, চাঁদপুর নিউওয়ে বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ মহিলা যুব কল্যাণ সমিতি, গ্রীন লাইফ যুব কল্যাণ সমিতি, ইউডিএ, ইউএসডব্লিউ, স্বপ্নছায়া, সততা সমাজসেবাসহ অর্ধশতাধিক স্বেচ্ছসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে চাঁদপুরে তাঁর অল্প কয়েকদিনের পর্যবেক্ষণ খুবই সুন্দর ও বিচক্ষণতার সাথে তুলে ধরেন। যেখানে তিনি স্বেচ্ছাসেবীদের প্রতি চাঁদপুরের রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন- শহিদ মিনার, জুলাই স্মৃতি স্মারক, বিভিন্ন ভাস্কর্য—এগুলোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি রাস্তার পশুপাখির যত্ন নেয়া, চাঁদপুর সদর হাসপাতালের উন্নয়নে সবাইকে নিজস্ব সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যে কোনো উদ্যোগ নেয়া, শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং চাঁদপুরে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক এসব ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন।

অন্য বক্তারা বলেন, স্বেচ্ছাসেবীরা মানবতার প্রকৃত সেবক। সমাজ পরিবর্তন, জরুরি পরিস্থিতি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। তারা আরও বলেন, স্বেচ্ছাসেবকরা কোনো প্রতিদান বা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সবশেষে অনুষ্ঠানের বিশেষ অংশে বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ১০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়