বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০

রায়পুরে তাহযীবুল উম্মাহ ইসলামিক ইন্সিটিউটে পাগড়ি বিতরণ

রায়পুরে তাহযীবুল উম্মাহ ইসলামিক ইন্সিটিউটে পাগড়ি বিতরণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে তাহযীবুল উম্মাহ ইসলামিক ইন্সিটিউটে ১৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর হাফেজদের পাগড়ি প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও চট্টগ্রাম আন্দর কিল্লাহ শাহী জামে মসজিদের খতিব ছাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানি।

এ সময় বক্তারা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারী। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে। সব ধর্মের সব মানুষের জন্যে শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে সদা সচেষ্ট থাকবেন সরকার।

অনুষ্ঠানে আলিয়া কমিল মাদরাসার প্রধান মোহাদ্দিস মো. নোমান ছালেহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, আলহাজ মো. জাহেদ ইজ্জুদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম, প্রতিষ্ঠানের সেক্রেটারি আবু সায়েম চৌধুরী, পরিচালক নুরুল আমিন ও কামরুজ্জামান, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সমাজ সেবক এমরান হোসেন ও ইকবাল হোসেন পাটোয়ারী ও সুলতান মাহমুদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়