বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত
অনলাইন ডেস্ক

'প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি' এই প্রতিপাদ্যে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকে মায়েদের একটি স্বীকৃতির দিন। যে মায়েরা এ স্বর্ণ সন্তানদের জননী, তাঁদেরকে স্যালুট দিতে চাই। আপনি আজকে স্পেশাল একজন মা। আজকের দিবস আপনার সন্তানের জন্যে পালন হচ্ছে।

জেলা প্রশাসক চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, চাঁদপুরের কিছু চন্দ্র সন্তান অবশ্যই আছে, যারা গাছের তলায় বসেও কিছু করতে চায়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু না কিছু করতে চান। আপনারা এদের জন্যে কিছু করবেন।

তিনি আরো বলেন, এমনও অনেকে আছেন যারা একবেলার খাবার দিয়ে আরেকজনের বাঁচার চিন্তা করেন। নিজের মনকে বড় করতে হবে।

আপনি আমি ফিল করতে পারি। কিন্তু তারা তা পারে না৷ এসব সন্তানকে শুধু অর্থ দিয়ে নয়, মন দিয়ে আদর করেন, জড়িয়ে ধরেন, দেখবেন নিজের কাছে ভালো লাগবে। এই শিশুরা ভালোবাসার কাঙ্গাল। তাদেরকে ভালোবাসা দিবেন, আদর করবেন। দেখবেন পরদিন আপনাকে দেখলে দৌড়ে আসবে।

জেলা প্রশাসক বলেন, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আমরা দুটা জিনিস পাশে নিয়ে চলি ভালো ও খারাপ। একজন হাফেজকে দেখলে আমার হিংসা হয় এবং গর্ববোধ করি। কারণ, তিনি যেটা করেছেন আমি ডিসি হয়েও সেটা পারিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী।

প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন কামাল মিজি ও মো. সফিউল্লাহ। প্রতিবন্ধীদের মধ্যে কবিতা ও মূকাভিনয় করেন নুরজাহান।

আলোচনা সভার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে আলোচনা সভায় এসে মিলিত হয়।

আলোচনার মাঝে সরকারি শিশু পরিবার ও বাক শ্রবণ শিশুর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়