প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৫
পরপারে চলে গেলেন কচুয়ার প্রখ্যাত আলেম মাওলানা এবিএম ছাদেক উল্লাহ

কচুয়ার কৃতী সন্তান, প্রখ্যাত আলেম, কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া খানেকা শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা এ কে এম ছাদেক উল্লাহ (৮০) সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে। বুধবার, (৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে মাওলানা এবিএম ছাদেক উল্লাহ ঢাকা আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক, ঢাকা হাইকোর্ট মাজার মসজিদের খতিব, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বর্ণপদক অর্জন করেছেন এবং পেশাগত জীবনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার বাদ আসর ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে ডুমুরিয়া খানেকা বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দকে জানাজায় শরিক হওয়ার জন্যে ডুমুরিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার আহ্বান জানিয়েছেন।








