প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২৩:০৩
কচুয়ায় হাজী কাচ্চি ডাইন উদ্বোধন

কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে দোয়া মিলাদের মাধ্যমে হাজী কাচ্চি ডাইন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে উদ্বোধন উপলক্ষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন কচুয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
|আরো খবর
প্রতিষ্ঠানের পরিচালক আরিফ বেপারী জানান, উদ্বোধন উপলক্ষে আমাদের তৈরি সুস্বাদু দেশি শাহী মোরগ পোলাও, খাসির কাচ্চি, গরুর তেহারী, দমবিরিয়ানী, চিকেন খিচুড়ি, ডিম পোলাও, ফিন্নি, দই, শরবত, বোরহানীসহ সকল ধরনের খাবারে ৪, ৫ ও ৬ ডিসেম্বর তিনদিন ২০% ডিসকাউন্ট থাকছে। তাছাড়া পিকনিক, গায়ে হলুদ, শুভ বিবাহ, সভা সমাবেশ, আকিকা, জন্মদিন, বিবাহবার্ষিকী এবং ঘরোয়া অনুষ্ঠানের খাবারের জন্যে অর্ডার নেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আলম বেপারী, সাংবাদিক, বাজার ব্যবসায়ী, ক্রেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।








