প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬
জাতীয় প্রতিবন্ধী দিবসে ফরিদগঞ্জে র্যালিশেষে আলোচনা সভা
প্রতিবন্ধীদের আরো সচেতন হতে হবে নিজের জন্যে সমাজের জন্যে
................ইউএনও সেটু কুমার বড়ুয়া >

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ফরিদগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
|আরো খবর
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর আয়োজনে ও চাঁদপুর ডিপিওডি’র সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমরা কেনো প্রতিবন্ধী হই তা অনেকে জানি না। বিশেষ করে গর্ভাবস্থায় অনাগত সন্তান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সমাজে এখনো কিছু কুসংস্কার রয়েছে, যা দূর করতে হবে। অনাগত সন্তান সুস্থ রাখতে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং সক্ষমতা প্রমাণে তারা বারবার সফলতার পরিচয় দিচ্ছেন। এ জন্য প্রয়োজন সকল প্রতিবন্ধীর সচেতনতা, লেখাপড়ার সুযোগ এবং স্বাবলম্বী হওয়ার প্রশিক্ষণ। সমাজসেবা অধিদপ্তর নিয়মিতভাবে তাদের জন্য কাজ করছে।
আলোচনায় জানানো হয়, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা অনেক ক্ষেত্রেই আড়াল করা হয়। গ্রামীণ অঞ্চলে অধিকাংশ প্রতিবন্ধী শিক্ষার আলো থেকে বঞ্চিত, যা সামাজিক অগ্রগতির জন্য বড় বাধা।
বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়াও সমাজের সকল শ্রেণিকে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করার আহ্বান জানান তারা।
সভায় স্বাগত বক্তব্যে বলা হয়, প্রতিবন্ধীদের শিক্ষা, অধিকার, প্রবেশগম্যতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
ডিসিকে/এমজেডএইচ








