বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪৭

জাতীয় প্রতিবন্ধী দিবসে ফরিদগঞ্জে র‌্যালিশেষে আলোচনা সভা

প্রতিবন্ধীদের আরো সচেতন হতে হবে নিজের জন্যে সমাজের জন্যে

........ইউএনও সেটু কুমার বড়ুয়া

প্রবীর চক্রবর্তী।।
প্রতিবন্ধীদের আরো সচেতন হতে হবে নিজের জন্যে সমাজের জন্যে

'প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি' এ প্রতিপাদ্য নিয়ে ফরিদগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর আয়োজনে ও চাঁদপুর ডিপিওডি’র সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা কেনো প্রতিবন্ধী হই তা আমরা অনেকেই জানি না। বিশেষ করে গর্ভাবস্থায় আমাদের অনাগত সন্তান বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের সমাজে বিশেষ করে গ্রামাঞ্চলে কিছু কুসংস্কার রয়ে গেছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। অনাগত সন্তান যাতে সুস্থ ও স্বাভাবিক হয়, তার দায়দায়িত্ব কিন্তু অভিভাবকদের রয়েছে। এছাড়া প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, তা তারা বারংবার বুঝিয়ে দিচ্ছে। কিন্তু এ বিষয়টি সঠিক বাস্তবায়ন করতে হলে সকল প্রতিবন্ধীকে সচেতন হতে হবে। আপনার প্রতিবন্ধী সন্তানকে লেখাপড়া করাতে হবে। নিজে স্বাবলম্বী হওয়ার জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে কাজে নেমে যেতে হবে। আমরা আপনাদের শতভাগ সহযোগিতা করবো। সমাজসেবা অধিদপ্তর আপনাদের জন্যে অনেক কিছুই করছে। মোটকথা হলো প্রতিবন্ধী ব্যক্তিদের সকল বিষয়ে আরো সচেতন হতে হবে নিজের জন্যে দেশের জন্যে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিজঅ্যাবল্ড পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই)-এর প্রেসিডেন্ট এবং বিপিকেএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি বলেন, সরকার আমাদের সংখ্যাটি গোপন করে। আজকে এখানে এসএসসি পাস ক’জন এই তথ্য জানতে গিয়ে দেখলাম আড়াইশ জনের মধ্যে ৮/১০জন। তার মানে অধিকাংশ প্রতিবন্ধী বিশেষ করে গ্রামের প্রতিবন্ধীরা শিক্ষার আলো থেকে দূরে রয়েছে। তাদেরকে বাইরে রেখে সমাজ ও দেশ এগিয়ে যেতে পারে না। এজন্যে সরকারি সকল সংস্থার পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমতো ব্যক্তিকে ভোটদানের মাধ্যমে আমরা আমাদের নতূন যাত্রা পথের সূচনা করবো। আশা করছি সকলে পাশে থাকবেন।

আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ফরিদগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ নেপাল দেবনাথ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। স্বাগত বক্তব্য রাখেন বিপিকেএসের মাঠ সমন্বয়কারী মমতাজ উদ্দিন মিলন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়