বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭

ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচনে বাছাইয়ে বাদ পড়লো সভাপতি প্রার্থী আবদুল খালেক

বৈধ প্রার্থী ৬জন

ফরিদগঞ্জ ব্যুরো।।

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে মোট ৭জন মনোনয়নপত্র জমাদান করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে একজন ও সদস্য পদে ৩জন । এরা হলেন : সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম (১নং বড়ালী কৃষক সমবায় সমিতি), সাইফুল ইসলাম (দ. চরবড়ালি কৃষক সমবায় সমিতি) ও মো. আবদুল খালেক পাটওয়ারী (১নং কাছিয়াড়া কৃষক সমবায় সমিতি); সহ-সভাপতি পদে নুর নবী মানিক (চরপাড়া কৃষক সমবায় সমিতি) ও সদস্য পদে মোতালেব পাটওয়ারী (১নং উপাদিক কৃষক সমবায় সমিতি), মানিক চন্দ্র দাস (ফরিদগঞ্জ মাঝি বিত্তহীন সমবায় সমিতি) ও মো. ফরিদ আহমেদ খান (২নং চররাঘবরায় কৃষক সমবায় সমিতি লি.) । সোমবার (১ ডিসেম্বর ২০২৫) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত উপরোল্লিখিতরা মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম জানান, গত ২০ নভেম্বর ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে সমবায় সমিতি বিধিমালা-২০০৪ (সংশোধিত-২০২০)-এর ২৭(২)(গ) বিধি মোতাবেক প্রাথমিকভাবে সভাপতি পদে আবদুল খালেক পাটওয়ারীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাকি ৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জানা গেছে, সমিতি থেকে ভাড়া নেয়া দোকানঘরের ভাড়া বকেয়া থাকার কারণে সভাপতি প্রার্থী আবদুল খালেক পাটওয়ারীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে আবদুল খালেক পাটওয়ারী বলেন, দোকান ভাড়া নিয়ে আমার মনোনয়ন বাতিল হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। আমি আপিল করবো। আশা করছি কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত দেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়