প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫
চাঁদপুর শহরে একই রাতে তিনজনের মৃত্যু

চাঁদপুর শহরে সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাতে কোড়ালিয়া, বিষ্ণুদী ও তরপুরচণ্ডীতে তিন পুরুষের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে শহর জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। জানাজার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশ নিতে দেখা গেছে। মঙ্গলবারে ৩জনেরই দাফন সম্পন্ন হয়েছে।
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী (মোল্লা হার্ডওয়্যার) ও মমিন পাড়া বহরদার বাড়ি রোডস্থ আব্দুস সামাদ জামে মসজিদের মোতাওয়াল্লী আ. রাজ্জাক মোল্লা (৭১) আর বেঁচে নেই। তিনি সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৪টায় কোড়ালিয়া রোডস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ কোড়ালিয়া নূর পাটওয়ারী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে কোড়ালিয়া রোডস্থ কবরস্থানে দাফন করা হয়।
চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় চা স্টলের মালিক মো. সহিদ সরদার (৬০) বিষ্ণুদী রোড ঢালী মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাত আড়াইটায় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর বাসস্ট্যান্ডে মসজিদে গোর-এ- গরিবা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তরপুরচণ্ডী আলী দাখিল মাদ্রাসা সংলগ্ন মো. সাত্তার গাজী (৭৮) সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় আলী দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।







