সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

ঘড়িহানা সপ্রাবির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

ফরিদগঞ্জ ব্যুরো।।
ঘড়িহানা সপ্রাবির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পঞ্চম শ্রেণী আমাদের স্কুলের একটি গুরুত্বপূর্ণ স্তর। এখান থেকে শিশুরা প্রাথমিক জীবনের পাঠ সম্পন্ন করে নতুন অধ্যায়ে প্রবেশ করে। আমরা চাই তারা যেনো ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্যে উপযোগী নাগরিক হিসেবে গড়ে উঠে।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষকরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, যেনো প্রতিটি শিক্ষার্থী নৈতিকতা, মানবতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী আমিন উল্যাহ, কমিউনিটি স্বাস্থ্যকর্মী সরোয়ার হোসেন সুমন, উত্তর চৌরাঙ্গা তা'লিমুল কুরআন নূরানী হাফেজি মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াছিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়