সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

আল-আমিন মাদ্রাসায় খালেদা জিয়া, ড. তাহের ও প্রফেসর আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার।।
আল-আমিন মাদ্রাসায় খালেদা জিয়া, ড. তাহের ও প্রফেসর আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া
চাঁদপুর শহরের উত্তর গুণরাজদীতে আল-আমিন মাদ্রাসায় খালেদা জিয়া, ড. তাহের ও প্রফেসর আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ফরিদগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

চাঁদপুর শহরের উত্তর গুণরাজদী আল-আমিন মাদ্রাসার সমাপনী ক্লাস ও দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাবেক এমপি প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহর সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষা তোমরা যে যেখানেই পড়ো, তোমাদের ভালো মানুষ হতে হবে। অপসংস্কৃতি দৃর করতে ও ভালো মানুষ হতে তোমাদেরই শিক্ষা অর্জন করতে হবে। যারাই শিক্ষা অর্জন করেছে, তারাই জাতির জন্যে কল্যাণকর ভূমিকা রেখেছে। তোমাদেরকেই সে পথে পরিচালিত হতে হবে। তিনি আরো বলেন, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে মাদ্রাসা ও স্কুল প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহর কারণেই হয়েছে। তোমরা তাঁর মতো সমাজে কল্যাণকর ভূমিকা রাখবে, মা-বাবার প্রিয় সন্তান হবে। তাহলেই সমাজ আলোকিত হবে।

আল-আমিন মাদ্রাসার সুপার মাও. আজম বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও. রিয়াদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গুণরাজদী শাখার ইনচার্জ মো. নাছির উদ্দিন, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাও. হাফেজ আবু নোমান, জাহিদুল ইসলাম, মাও. মো. সাইফুল ইসলাম ও হাফেজ ইকবাল হোসেন। শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে সকল ক্লাসের সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষের সমাপনী ক্লাসে শিক্ষার্থীদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়