সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫

প্রাথমিক শিক্ষকদের পরীক্ষা বর্জন

ফরিদগঞ্জে শিক্ষা অফিস ও শিক্ষক সমিতির ভিন্ন তথ্য

প্রবীর চক্রবর্তী ।।
ফরিদগঞ্জে শিক্ষা অফিস ও শিক্ষক সমিতির ভিন্ন তথ্য

তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন শুরু করেছেন। এদিকে পরীক্ষা বর্জন নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু ধরনের তথ্য পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা জানান, ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়নি। বাকিগুলোতে পরীক্ষা হয়েছে। আবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি গিয়াস কবির জানিয়েছেন, শিক্ষা অফিসের তথ্য সঠিক নয়। আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে ফরিদগঞ্জ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার জানান, সরকারি নির্দেশনা মানতে তিনি সহকারী শিক্ষকদের অসহযোগিতার মধ্যেও পরীক্ষা নিয়েছেন।

সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহবুব রহমান জানান, পরীক্ষা বর্জন নিয়ে ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিশ্র অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে শিক্ষকদের পরীক্ষা বর্জন নিয়ে কয়েকজন অভিভাবক হতাশা ব্যক্ত করে বলেন, বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষকদের এই কর্মসূচি দেয়া যেমন অনুচিত, আবার শিক্ষকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের ছেলেখেলা দৃষ্টিকটু। মূলত কেউই শিক্ষার্থীদের কথা ভাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়