প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৯:০০
শাহরাস্তিতে অবৈধ মসজিদ কমিটি করে ওয়াকফকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় একটি মসজিদের নামে ওয়াকফ করে দেয়া সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে একটি মহল। ওয়াকফ প্রশাসনের অনুমোদনবিহীন অবৈধভাবে মসজিদ কমিটি করে তারাই এখন মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। আর এ উদ্দেশ্যেই তারা মসজিদের মার্কেটে তালা লাগিয়ে দেয়। অপরদিকে ওয়াকিফ-এর একজন ওয়ারিশ মো. নূরুল আনোয়ার ওয়াকফ প্রশাসনের অনুমোদনবিহীন নিজেকে অবৈধভাবে মোতাওয়াল্লী দাবি করে নানা আর্থিক অনিয়ম করে আসছেন। এমন অভিযোগ করেছেন ওয়াকিফ মৌলভী আজগর আলীর ওয়ারিশগণ।
|আরো খবর
জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক মুরাদ বাড়ি জামে মসজিদের নামে চার শতক জমি ওয়াকফ করে দেন এলাকার দানবীর মৌলভী আজগর আলী। সেই জমিতে তিনি একটি টিনশেড মার্কেটও করে দেন। ওয়াকফের দলিলের শর্তানুসারে সম্পত্তিটির রক্ষণাবেক্ষণ, তদারকি এবং ব্যবস্থাপনার জন্যে ওয়াকিফের (মৌলভী আজগর আলী) ওয়ারিশগণ পর্যায়ক্রমে মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন। সে মতে বর্তমান মোতাওয়াল্লী হচ্ছেন মৌলভী আজগর আলীর ওয়ারিশ মো. নুরুন্নবী।
এদিকে সম্প্রতি বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের অনুমোদন ছাড়াই স্থানীয় কিছু দুর্বৃত্ত ইসমাইল হোসেন নামে একজন সরকারি চাকরিজীবীকে সভাপতি করে ওই মসজিদের নামে অবৈধ কমিটি গঠন করে। এই কমিটিই এখন মসজিদের মার্কেটটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। অথচ ওয়াকফ প্রশাসনের শর্তানুযায়ী সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী কমিটির সভাপতি হতে পারেন না। এই অবৈধ কমিটি মার্কেটের দোকানে তালা লাগিয়ে দিয়ে ভয়ভীতি দেখিয়ে দোকানদারকে দোকান ছেড়ে দেয়ার জন্যে চাপ প্রয়োগ করছে। এমনকি মার্কেটটি ভাঙ্গারও উদ্যোগ নেয় তারা।
এদিকে আজগর আলী ওয়াকফ এস্টেট সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ওয়াকিফের ওয়ারিশ মো. নূরুন্নবীকে ওয়াকফ প্রশাসন অফিসিয়ালি মোতাওয়াল্লী হিসেবে নিয়োগ প্রদান করে। ওয়াকফ প্রশাসনের এই সিদ্ধান্ত এবং নির্দেশনা উপেক্ষা করে ওয়াকিফের আরেক ওয়ারিশ মো. নূরুল আনোয়ার নিজেকে 'আজগর আলী ওয়াকফ এস্টেট' পরিচালনার মোতাওয়াল্লী দাবি করে নানা আর্থিক অনিয়মসহ অর্থ আত্মসাৎ করেন। বর্তমানে তিনি আত্মগোপনেও রয়েছেন বলে ওয়াকিফের ওয়ারিশগণ দাবি করেন।
এহেন অবস্থায় স্থানীয় শান্তিপ্রিয় জনগণ প্রশাসনের হস্তক্ষেপে ওয়াকফকৃত সম্পত্তিকে দখল ও অনিয়মের হাত থেকে রক্ষা করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।







