প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৩:৪৯
চাঁদপুরেও ভয়াবহ ভূমিকম্প

চাঁদপুরসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
|আরো খবর
রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ভূমিকম্পের সময় সবকিছু কেঁপে উঠলে চাঁদপুরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো।








