প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২০:৫৫
হাইমচরে ডাকাতির শিকার শিক্ষক দম্পতির বাসায় অ্যাড. শাহজাহান মিয়া

হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামের চরভাঙ্গা স্কুলের শিক্ষক রতন সরকারের বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) গভীর রাতে আনুমানিক তিনটার দিকে ঘটে এই ডাকাতির ঘটনা।
|আরো খবর
এদিকে এই ডাকাতির শিকার দম্পতির বাসায় যান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
রোববার (১৬ নভেম্বর ২০২৫) দুপুরে তিনি সরজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানতে চান। একই সঙ্গে তিনি দ্রুত ডাকাত চক্রকে গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।ঘটনাস্থল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর, হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদ।এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ তদন্ত ও প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছে।








