সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২২:০০

কচুয়া কড়ইশ বেপারী বাড়ি দুর্গা মন্দিরের স্টোর রুমে অগ্নিকাণ্ডস্থলে ইউএনও

মো. নাছির উদ্দিন ।।
কচুয়া কড়ইশ বেপারী বাড়ি দুর্গা মন্দিরের স্টোর রুমে অগ্নিকাণ্ডস্থলে ইউএনও

কচুয়ার ঐতিহ্যবাহী কড়ইশ বেপারী বাড়ির দুর্গা মন্দিরের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দিরের স্টোর রুমে জমাকৃত ভক্ত সেবা ও ডেকোরেশনের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র ভৌমিক প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অগ্নিকাণ্ডের ঘটনা শুনে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া অগ্নিকাণ্ডের খবর শুনে চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. চার দিনব্যাপী চাঁদপুর জেলার অন্যতম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান এই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ভক্তদের মনকে দুঃখ ভারাক্রান্ত করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি অজিত সাহা, নির্বাহী সদস্য আষিশ মজুমদার, জেলা ইসকনের সহ-সভাপতি নির্মল রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ মজুমদার, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া উপজেলা ইসকন সভাপতি নিমাই হরিদাস, জন্মাষ্টমী কমিটির সভাপতি মানিক ভৌমিক, কোষাধ্যক্ষ জয়দেব কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর রায়, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সরকার, সদস্য আয়ন সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়