বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১:০৫

তারুণ্যের উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠ প‌রিচ্ছন্নকরণ, র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতি‌যো‌গিতা

আসুন, সবাই মি‌লে এক‌টি প‌রি‌বেশবান্ধব দেশ গ‌ড়ে তু‌লি

-----অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন

স্টাফ রিপোর্টার।।
আসুন, সবাই মি‌লে এক‌টি প‌রি‌বেশবান্ধব দেশ গ‌ড়ে তু‌লি

'তারুণ্যের উৎসব ২০২৫' উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে খেলার মাঠ পরিষ্কারকরণ, সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ‌্যাল‌য়ের ১২শ' শিক্ষার্থীর অংশগ্রহ‌ণে অ্যাসেম্ব‌লি শে‌ষে স্কুল প্রাঙ্গণ থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়ে ক‌লেজ মা‌ঠে গি‌য়ে শেষ হয়। র‌্যা‌লি শে‌ষে শিক্ষার্থীরা মাঠ প‌রিচ্ছন্নতা অ‌ভিযান ও চিত্রাঙ্কন প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণ ক‌রে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অ‌তিথির বক্ত‌ব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের আশপাশের সবকিছুই পরিবেশের অংশ। তাই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের বিদ্যালয় আঙ্গিনা ও ক্লাসরুম তোমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। আমাদের মাঝে এমন কিছু ধারণা রয়েছে যে, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তো আর আমার নয়, এ ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের ক্যাম্পাস আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। আসুন, সবাই মি‌লে এক‌টি প‌রি‌বেশবান্ধব দেশ গ‌ড়ে তু‌লি।

শিক্ষার বিষ‌য়ে শিক্ষার্থী‌দের তিনি উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আগামী কিছু‌দিন প‌রেই তোমা‌দের বা‌র্ষিক পরীক্ষা। তাই এখন থে‌কে পড়া‌লেখায় ভালোভা‌বে ম‌নোযোগ দেবে। এ বছর বা‌র্ষিক পরীক্ষায় সকল বিষ‌য়ে পাস না কর‌লে পরবর্তী ক্লা‌সে উত্তীর্ণ হ‌বে না। তেম‌নিভা‌বে টেস্ট পরীক্ষায় সকল বিষ‌য়ে পাস না কর‌লে তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পার‌বে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর-এর উপ-পরিচালক মো. মিজানুর রহমান। এ সময় বিদ‌্যাল‌য়ের সহকারী‌ প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়