প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৯:৩৩
বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

চাঁদপুরে বাড়ির কাজের জন্যে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৬২) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার চরমেশা গ্রামের থাওদ্দার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পল্লী চিকিৎসক মনির ডাক্তার হিসেবে পরিচিত।
|আরো খবর
স্বজনরা জানান, সকালে তিনি তার ফার্মেসি দোকানে ছিলেন। বাড়িতে কাজ ধরছেন, এ কারণে দোকান বন্ধ করে নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়েছিলেন। সেখানে একটি কাটা বাঁশে বিদ্যুতের তারের সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মনিরুল ইসলাম। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। পরে এ ব্যাপারে কোনো সন্দেহ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








