রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৯:১৭

ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবসের আলোচনায় ইউএনও সেটু কুমার বড়ুয়া

সমবায়ের অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে

ফরিদগঞ্জ ব্যুরো।।
সমবায়ের অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় একটি মাধ্যম, যার মাধ্যমে সহজেই অনেক কঠিন কাজও সহজেই করা সম্ভব। মিল্কভিটা আমাদের কাছে বড়ো উদহারণ। আমি আশা করবো ফরিদগঞ্জে যে সমবায় প্রতিষ্ঠানগুলো রয়েছে. তারা যদি উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে, তবে অবশ্যই ফরিদগঞ্জেও একটি সমবায় বিপ্লব ঘটানো সম্ভব। আমাদের সমবায়ের অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমবায়ী তছলিম উদ্দিন ও উত্তম অধিকারী। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে চান্দ্রা শিক্ষিত বেকার বহুমুখী সমবায় সমিতি, বিকল্প সমবায় সমিতিসহ শ্রেষ্ঠ তিনটি সমবায় প্রতিষ্ঠানকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়