শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২১:২০

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শতাধিক মোটরসাইকেল চালকের মাঝে হেলমেট বিতরণ

স্টাফ রিপোর্টার
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শতাধিক মোটরসাইকেল চালকের মাঝে হেলমেট বিতরণ

'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি'— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে শতাধিক মোটরসাইকেল চালকের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক বিভাগের যৌথ আয়োজনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে এ হেলমেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। তিনি জানান, সড়কের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর বিআরটিএ’র ইন্সপেক্টর মো. আলাউদ্দিন হোসেন, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শাহিন হোসেন। হেলমেট বিতরণ কার্যক্রমে মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়