প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২:১৯
ইউনিয়ন পরিষদের রাস্তার ওপর বেড়া দিয়ে গাছ রোপণের অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নে ইউপির একটি রাস্তার বিশাল একটি অংশ জনৈক আবু তাহের বেড়া দিয়ে দখল করে নেয়ার কারণে পথচারীরা সমস্যায় পড়ার অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
অভিযোগের আলোকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩নং সুবিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চালিয়াপাড়া গ্রামের মাইজদের বাড়ির মরহুম আব্দুর রশিদ সরদার বাড়ির দক্ষিণ পাশে বাচ্চুর বাড়ির কোণায় সরদার বাড়ি হতে খালপাড় পর্যন্ত পশ্চিম বাড়ির রাস্তার পাশে একখণ্ড সম্পত্তি খরিদ করেন। সেখানে ওই জায়গা দখল নিতে গিয়ে মরহুম আব্দুর রশিদের ছেলে আবু তাহের ইউনিয়ন পরিষদের রাস্তা অনেকাংশ দখল করে নেন এবং রাস্তার ওপর বেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন। যার কারণে পথচারীদের দারুণ সমস্যায় পড়তে হচ্ছে।
জানা যায়, ইউনিয়নের চালিয়াপাড়া মৌজার উল্লেখিত স্থানে ইউনিয়ন পরিষদ গত প্রায় ৪০ বছর আগে একটি কেয়ারের রাস্তা নির্মাণ করা হয়। ক'বছর পরপরই এই রাস্তায় ইউনিয়ন পরিষদ মাটি কাটায়। এই রাস্তা দিয়ে এলাকার মানুষজন নিয়মিত চলাচল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে চালিয়াপাড়া মাইজের বাড়ির মরহুম আব্দুর রশিদের ছেলে তার পেশীশক্তির বলে ক'দিন আগে উল্লেখিত স্থানের অনেকাংশ রাস্তা বেড়া দিয়ে দখল করে নেন। যার কারণে এ রাস্তা দিয়ে পথচারীরা চলাচলে বর্তমানে ব্যাপক ব্যাঘাত ঘটছে।
বিষয়টি নিয়ে এলাকার বয়োবৃদ্ধ শফিক, শরিফ, মোজাম্মেল, রোকেয়া, জরিনা, সিরাজ মিয়াসহ অনেকে জানান, এ রাস্তাটি ইউনিয়ন পরিষদের একটি পুরানো রাস্তা। আমরা গত ৪০ বছরের ওপরে এই রাস্তা ব্যবহার করে আসছি। ক'বছর পরপরই দেখেছি, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই রাস্তায় মাটি কাটানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, পথের ওপরে দেখেছি একটি বেড়া দিয়েছে। এতে মানুষজনের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে তিনি শুক্রবার কাগজপত্র দেখে বিস্তারিত বলতে পারবেন বলে জানান।
বিষয়টি নজরে এনে অভিযুক্ত ব্যক্তিদের হাত থেকে সরকারি এই হালটটি উদ্ধার করে এলাকাবাসীর চলাচলে খুলে দেয়ার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।








