বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২:০০

খেরুদিয়া গ্রামের সুলতান খানের জানাজায় অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
খেরুদিয়া গ্রামের সুলতান খানের জানাজায় অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান সালামত খান বাড়ির সুলতান খানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি সাবেক চেয়ারম্যান সালামত খানের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খান (মন্টু), ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আখতার হোসেন বকাউল, আমেরিকা প্রবাসী আনোয়ার খান, সাংবাদিক ও শিক্ষক আব্দুল গনি, ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের কাজী, মো. মাঈন উদ্দিন প্রধানীয়া, মো. শাহ আলম পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুর রহমান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়