বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২১:০৫

জুলাই মঞ্চ নেত্রীর নারী নির্যাতন মামলায় ফরিদগঞ্জ এনসিপির যুগ্ম সমন্বয়ক সৈকত গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
জুলাই মঞ্চ নেত্রীর নারী নির্যাতন মামলায় ফরিদগঞ্জ এনসিপির যুগ্ম সমন্বয়ক সৈকত গ্রেফতার

প্রেমের সম্পর্ক থেকে অনৈতিক কার্যকলাপ! এক পর্যায়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের পরও বিয়ে না করায় এনসিপি নেতার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫ ) দায়ের করেন জুলাই মঞ্চ নেত্রী। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি।

ভুক্তভোগী জুলাই মঞ্চের নেত্রী ও মামলা সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার অধিবাসী জুলাই মঞ্চের নেত্রীর সাথে ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিনের সম্পর্ককে স্থায়ী রূপ দিতে বিয়ের দাবিতে চলতি মাসের ৫ তারিখে আল আমিন সৈকতের গ্রামের বাড়ি ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের অবস্থান নেন প্রেমিকা জুলাই মঞ্চ নেত্রী। দুদিন অনশনের পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা এর সমাধানের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় গত ২৬ অক্টোবর প্রেমিকা জুলাই মঞ্চ নেত্রী চাঁদপুরের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫ ) দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেফতাারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) আল আমিন সৈকতকে আটক করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়