মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

রায়পুরে কৃষি বিভাগের হার্ভেস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট! ‎

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।। ‎
রায়পুরে কৃষি বিভাগের হার্ভেস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট! ‎
‎ছবির ক্যাপশন : রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নে সরকারি ভর্তুকিতে দেওয়া কম্বাইন হারভেস্টার দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ত্রিপল দিয়ে ঢাকা পড়ে আছে।

লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী, চরকাচিয়া, কানিবগারচর ব্লকের কর্তব্যরত কৃষি উপসহকারী (এসএএও) আখতার হোসেনের বিরুদ্ধে দুটি হার্বস্টার মেশিন তৃণমূল পর্যায়ে ডিজিটাল কৃষক সেবা সার্ভিস সেন্টারে সরকারি ভর্তুকির প্রায় অর্ধ-কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও ২০টি হার্ভেস্টার মেশিন বিতরণে কোটি টাকারও বেশি উপ-সহকারীরা লোপাট করারও অভিযোগ উঠেছে। তথ্য সংগ্রহ গিয়ে কাজে ফাঁকি দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায় ওই কর্মকর্তার বিরুদ্ধে।

‎স্থানীয় কৃষকদের অভিযোগ,"কৃষি কর্মকর্তা আক্তার হোসেন আওয়ামী সরকারের ছত্রছায়ায় থাকায় নানাভাবে অনিয়ম, দুর্নীতি করলেও তার বিরুদ্ধে কোনো ব্যক্তি প্রতিবাদ করতে পারছেন না। তার কর্মস্থল দক্ষিণ চরবংশী ইউনিয়ন হলেও তিনি সার্বক্ষণিক থাকেন উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে। " ‎ওই কর্মকর্তা স্বজনপ্রীতি করে তার ভাগিনা ইব্রাহীম গাজীর কম্বাইন হারভেস্টার (ইঞ্জিন নং 15424A, চেসিস নং C60B500449) এবং জহিরুল ইসলামের কম্বাইন হারভেস্টার ইঞ্জিন নং 16962 A, চেসিস নং C60B500982 নামে দুটি হারভেস্টার মেশিন এনে সেই মেশিন অন্য এরিয়াতে নিয়ে নিজের তত্ত্বাবধানে পরিচালনা করছেন। দুটো মেশিনে সরকার প্রায় ৩২ লাখ টাকা ভর্তুকি দিয়েছেন স্থানীয় কৃষকদের সুবিধার্থে। অথচ মেশিন কোথায় রাখে তাও স্থানীয় কৃষকরা কেউ জানেন না। প্রণোদনার যতো বরাদ্দ কৃষকদের জন্যে আসে তার অধিকাংশ স্বজনদের নামে বেনামে লুট করেছে।

‎৫ আগস্টের পর নতুন করে বর্তমান সরকার কৃষকদের জন্য তৃণমূল পর্যায়ে কৃষক সেবা ডিজিটাল সেন্টারে সরকার ৫ লক্ষ টাকা প্রণোদনা দেয়া হয়। অথচ সেই ডিজিটাল সেন্টার কৃষি কর্মকর্তা আক্তার হোসেন তার নিজের ছোট ভাইয়ের নামে এনে তার দায়িত্ব ফাঁকি দিয়ে সেই দোকানেই সার্বক্ষণিক থাকেন আক্তার হোসেন। আওয়ামীলীগ দলীয় পরিবার হওয়ায় এখনও উপজেলা কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে অনিয়ম ও দুর্নীতি করছেন।

‎‎উত্তর চরবংশীর কর্মরত কৃষি উপসহকারী (এসএএও) মো. মনির হোসেন বলেন, " আমি উত্তর চরবংশী ইউনিয়নের দায়িত্বে থাকলেও কৃষি কর্মকর্তা কোনো কিছু না জানিয়ে আখতার হোসেনের সঙ্গে পরামর্শ করে তার ছোট ভাই আবুল হোসেনকে তৃণমূল পর্যায়ে কৃষক সেবা ডিজিটাল সেন্টার দিয়েছেন। এবিষয়ে স্যারকে অনেকবার বলার পরেও কাজ হচ্ছে না।"

‎আরও জানা যায়, সরকার ভর্তুকির অধিকাংশ হারভেস্টার মেশিনই উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বজনপ্রীতির মাধ্যমে সরকার দেওয়া শর্ত ভঙ্গ করাসহ ব্যাপক অনিয়ম হয়। এতে সরকারি ভর্তুকির প্রায় কোটি টাকার লোপাট হয়েছে। উপসহকারী কর্মকর্তাদের দায়িত্ব অবহেলায় সঠিক তদারকির অভাবে অনেক মেশিন অচল হয়ে পড়ে আছে। যেগুলো সচল রয়েছে অধিকাংশই শর্ত ভঙ্গ করে বিক্রি করেছে কৃষক নামে আওয়ামীলীগের ব্যানারে থাকা কয়েকজন সুবিধা ভোগী।" ‎‎এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, হারভেস্টার মেশিন কৃষকদের বিতরণ করাসহ অন্যান্য অনিয়ম ও দুর্নীতি হলে তার বিষয়ে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়