সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:২০

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প সম্পন্ন

'সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য' এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সারারাতব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চাঁদপুর জেলা শাখার ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্যাম্প ২০২৫।

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ছাত্রসেনার কর্মীরা আদর্শিক জ্ঞান অর্জন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সুন্নী মতাদর্শের ভিত্তিতে একটি সুস্থ সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সভাপতি কামরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক।

প্রধান বক্তা হিসেবে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক মো. শাহজামাল তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির ও বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নবাব খান।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশে ই-কমার্সের প্রবর্তক মুন্সী মুহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আদনান তাহসিন আলমদার।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছাত্রসেনার জেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক বলেন, বাতিল শক্তির মোকাবেলায় সুন্নী আদর্শের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ছাত্রসেনার কর্মীদের ইসলামের সঠিক বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। প্রধান বক্তা মো. আনোয়ার হোসাইন ছাত্রসেনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যে কর্মীদেরকে জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে হবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারারাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পটি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মোদ্দীপনা সৃষ্টি করেছে। ক্যাম্প শেষে সকলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় সঙ্কল্প নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়