শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:১৭

১৫ দিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
১৫ দিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
তাবারক হোসেন আজাদ ও তার নানা শ্বশুর।

যুগান্তরের লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি তাবারক হোসেন আজাদের নানী শাশুড়ি মারা যাওয়ার ১৫ দিন পর নানা শ্বশুরও মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দেবিপুর গ্রামের ঢালী বাড়ির হাজী মোহাম্মদ নুরুল হক (৭০) ও তাঁর স্ত্রী হাজেরা বেগম (৬৫)। তাঁরা ৫ ছেলে ও এক মেয়েসহ নাতি- নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, হাজেরা বেগম গত তিন বছর ধরে পা ভাঙ্গা ও বার্ধক্যের কারণে অসুস্থ ছিলেন। সম্প্রতি হার্ট অ্যাটাক করে নোয়াখালীর এক হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান হাজেরা বেগম। এমন অবস্থায় ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে নুরুল হক ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার  বিকেল চারটার দিকে মরহুমের বাড়ির উঠানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশাপাশি দাফন করা হয়েছে।

ছয়ানি ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউসুফ বলেন, স্ত্রী মারা যাওয়ার ১৫ দিনের মধ্যে স্বামীও মারা গেছেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়