প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:২৭
সোমবার পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে ব্যাপক আয়োজনে কালীপূজা

সোমবার (২০ অক্টোবর ২০২৫) অমাবস্যা তিথিতে সারা দেশের ন্যায় চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারি মোহন জিউর মন্দিরে ব্যাপক আয়োজনে জগজ্জননী শ্রী শ্রী শ্যামা দেওয়ালী কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এইদিন রাত ১১ টায় মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী কালী মায়ের পূজা আরম্ভ ও রাত ১২ টায় বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় কালী মাতার চরণে পুষ্পাঞ্জলি প্রদান এবং পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন রাধা মুরারি মোহন জিউড় মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান রিপন সাহা। তিনি সকলের প্রতি বিনম্র প্রণাম জানিয়ে বলেন, কালী পূজা শুধু একটি পূজা নয়, এই পূজা হলো অশুভের বিনাশ আর শুভ প্রতিষ্ঠার প্রতীক। দেবী কালীকে ধ্বংসের দেবী বলা হয়ে থাকে। কারণ তিনি অন্ধকার আর অশুভ কার্যক্রমকে ধ্বংস করে থাকেন। তাই কালী পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশাল ধর্মীয় তাৎপর্য বহন করে আসছে এবং তারা পরম ভক্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শ্রী শ্রী কালীমায়ের আরাধনা ও পূজা করে থাকেন। মা ভক্তির আধার এবং শান্তি প্রদায়িনী। তিনি অসুর বিনাশ করে জগতে শান্তি স্থাপন করেছেন। আমরা মন্দির কর্তৃপক্ষ জগতের কল্যাণ এবং সকলের সুখ, শান্তি কামনায় ভক্তদের আন্তরিক সহযোগিতায় এই বছরও পূজার আয়োজন করেছি। আমাদের ধর্মীয় বিশ্বাস পূজা অর্চনার মাধ্যমে আমাদের মাঝে বিরাজিত সাম্প্রদায়িক সম্প্রীতি আরো গভীর হবে। ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হবে, দেশের সমৃদ্ধি ও কল্যাণ সাধিত হবে। তিনি দামোদর মাস (কার্তিক মাস) উপলক্ষে প্রতিদিন সন্ধ্যাকালীন সময় মন্দিরে অনুষ্ঠিত সন্ধ্যা আরতী, শ্রীমদ্ভাগবত পাঠ, ভগবানের প্রতি প্রদীপ প্রদর্শন, হরিনাম কীর্তন ও প্রসাদ গ্রহণে সকলের উপস্থিতি এবং মন্দির উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।